পরপারে চলে গেছেন তামিল তেলেগু অভিনেতা জয় রেড্ডি

 নিজস্ব প্রতিবেদক (ঢাকা):

মালয়েশিয়া বিডি ওয়ান

তামিল বহু ছবির পরিচিত মুখ অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন। আজ (৮ সেপ্টেম্বর) সকালে অন্ধ্র প্রদেশের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।জানা যায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জয় প্রকাশ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর।

দক্ষিণ ভারতের জনপ্রিয় মুখ ছিলেন এই অভিনেতা। ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। জয় প্রকাশ রেড্ডিকে সংক্ষেপে জেপিও ডাকত তার ভক্তরা।‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন সর্বগুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় করেছেন তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রির প্রায় সব তারকার সঙ্গেই।অনেকটা সিনেমাটিকভাবেই অভিনয় জগতে এসেছিলেন এই শিল্পী। আগে ছিলেন পুলিসের এসআই। সে পেশার ইস্তফা দিয়ে পেশাদার অভিনেতা হিসেবে থেকে যান সিনেমার জগতে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget