আমাদের অনলাইন সংবাদ পত্রের নিম্মোক্ত শর্তগুলো অবশ্যই মেনে চলবেন
১। আমাদের রিপোর্টারগন অবশ্যই কে কোনো তথ্য সঠিক ভাবে জেনে তারপর আমাদে সাইটে পোষ্ট করার জন্য আবেদন করবেন।
২। আমরা প্রত্যেকটা নিউজ ভালোভাবে খোজ নিবো যদি কোনো নিউজের কোনো তথ্য ভূল প্রমানীত হয় তাহলে কোনো ভাবেই আমরা সেটা প্রকাশ করবো না, এবং পরবর্তীতে ঐ রিপোর্টার এর কোনো নিউজ এখানে প্রচার করা হবে না এবং তার সাথে এই সাইটের সকল সম্পর্ক বিচ্ছিন্ন করা হবে।
৩। আমরা সত্য প্রচারে সর্বদা অঙ্গিকার বদ্ধ, আমাদের সকল প্রতিনিধীগন অবশ্যই সত্য প্রচারে অঙ্গিকার বদ্ধ থাকতে হবে।
৪। রিপোর্টার গন অবশ্যই দৈনিক বিভিন্ন সেক্টরে ৫টি সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য আমাদের কাছে আবেদন করবেন।
৫। রিপোর্টারগন আপনার করা সংবাদ গুলোর লিংক আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
৬। আমারা রিপোর্টারগনকে এখান থেকে কোনো প্রকার অর্থ প্রদান করিব না।
৭। এই নিউজ সাইটের নামে কেউ কোনো প্রকার অর্থ লেনদেন করলে সেটার জন্য নিউজ কতৃপক্ষ দায়ী থাকিবে না।
৮। অনুগ্রহ করে রিপোর্টার গন কোনো প্রকার কুরুচিপূর্ন সংবাদ প্রচারের আবেদন করবেন না।
Post a Comment