প্রয়াত ইস্রাফিল আলম এমপির শুন্য অসন নিয়ে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া-র সভাপতি নাজমুল ইসলাম বাবুল এর পোষ্ট

মালোয়েশিয়া বিডি নিউজ

গোলাম মোর্শেদ "নিজস্ব প্রতিবেদক"

শ্রমিক বান্ধব নেতা সদ্য প্রয়াত জননেতা ইসরাফিল আলম এমপির শুন্য আসনে তারই সহধর্মিণী মোছাঃ সুলতানা পারভিন বিউটি কে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন চেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর কাছে আশাবাদী পোস্ট দিয়েছেন জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল ইসলাম বাবুল। 

ফেজবুক পোষ্টটি নিম্মে হুবহু তুলে ধরা হলো ঃ

ফেজবুক পোষ্টের লিংক

লক্ষ প্রবাসীদের প্রতিবাদী কন্ঠস্বর সদ্য প্রয়াত নেতা যিনি সচ্ছ অভিবাসনের জন্য লড়েছেন বীরের মতো মরহুম জননেতা ইসরাফিল আলম এমপি।

তার প্রয়ানে শুন্য হয়ে যায় নওগাঁ ৬ ( আত্রাই -রানীনগর) সংসদীয় আসন। শুধুমাত্র নওগাঁ ৬ আসন না, তার শুন্যতায় শুন্য হয়ে গেছে আমাদের লক্ষ্য প্রবাসীদের স্বপ্ন, আশা, আকাংখ্যা।

আমাদের বিশ্বাস তার শুন্য আসনে তারই যোগ্য উত্তরসূরী প্রয়াত জননেতা ইসরাফিল আলম এমপির সহধর্মিণী মোছাঃ সুলতানা পারভিন বিউটি আপাকে নওগাঁ -৬ আত্রাই রানীনগর এর সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিলে আমাদের লক্ষ প্রবাসীদের আশার আলো আবার প্রজ্জ্বলিত হবে।

এবং অত্র এলাকার জনগণ তাদের উন্নয়ন এর গতি আবার ফিরে পাবে।

তাই আমরা লক্ষ প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর কাছে আশাবাদী,  মরহুম জননেতা ইসরাফিল আলম এমপির সহধর্মিণী মোছাঃ সুলতানা পারভিন বিউটি আপাকে নওগাঁ ৬ আসনে মনোনয়ন দিয়ে অত্র এলাকার উন্নয়ন এবং লক্ষ প্রবাসীদের পক্ষে কথা বলার সুযোগ করে দিবে। 

                                            নিবেদক

                        আপামর লক্ষ প্রবাসীদের পক্ষ থেকে 

                                 নাজমুল ইসলাম বাবুল 

                                            সভাপতি, 

                 জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া কেন্দ্রীয়কমিটি। 


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget