আবারো স্বাধীনতা নিয়ে কবিতা লিখলেন কারারক্ষী "জাহাঙ্গীর আলম"

 ----বলছি তোমায় স্বাধীনতা----  

লেখক "মোঃ জাহাঙ্গীর আলম"

মালয়েশিয়া বিডি ওয়ান

স্বাধীনতা আজ বলছি তোমায়-

শুনছো মাগো তুমি---

তোমার স্বদেশ জ্বলছে কেন

 রক্তে ভেজা ভূমি---

তোমার বুকে ক্ষুধার জ্বালায়

 পথশিশু কাঁদে----

ধর্ষিতা হয় লক্ষ নারী

 আঁধার ঘরের ফাঁদে-

নির্দোষীকে করছো দোষী

 ভরছো আবার জেলে-

গুম করিয়া খুন করিবে

 সত্য বলতে গেলে-----

আইন তোমার ধনীর তরে 

 অর্থ দিয়ে জয়-----

গরীব কাঁদে চোখের জলে

 তোমায় করে ভয়--


গর্বিত মা তোমার ছেলে 

ঘুষে আছে মিশে-

আড়াল থেকে  সুশীল গুণী

 মারছে মানুষ পিষে---

ধর্ম জয়ে পুড়ছে মানুষ 

ভন্ড সাজে পীর--

সত্য আলেম যায়না চেনা

 সবাই মুখে বীর-----

হায়না কিছু আমলা নেতা

 স্বদেশ করে চুরি--

চোরে করে চুরির বিচার 

কাকে দোষী বলি-----

পরের ভালো চায়না কেউ 

হিংসা সবার  বুকে---

তোমার জাতি ধ্বংসাসী মা 

মিষ্টি হাসি মুখে-----


স্বার্থে জাতি  হিংস্র ওঁরা 

সভ্যতা আজ নাই--

জোর ক্ষমতায় জুলুম চালাই

 বিবেক পুড়ে ছাই---

মূর্খ সাজে দেশের পিতা 

মারছে বিষের তীর---

মেনে নিতে বাধ্য তুমি নত করে শির---

স্বাধীনতা আজ কেমন আছ

 জানতে শুধু চায়---

জাতির পাপে স্বদেশ দুঃখী

 মনটা ভালো নাই--

স্বাধীনতা আজ গর্জে ওঠো 

বীর শহীদের মত--

বিনাশ করে স্বাধীন কর 

মুছবে বুকের ক্ষত---

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget