গোলাম মোর্শেদঃ "মালোয়েশিয়া প্রতিনিধি"
ভাগ্য গড়ার আশায় নরসিংদির আলামিন এসেছিলেন মালয়েশিয়ায় কাজের জন্য কিন্তু নির্মম ভাগ্য তার ভাগ্য গড়তে দেয়নি।
গত জুন মাসের প্রথম দিকে কাজে যাওয়ার সময় রোড এক্সিডেন্টে সে মারাত্মক ভাবে জখম হয়। এক্সিডেন্টে তার কমর ভেঙে যায়।সে বর্তমানে সেলায়ং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।চিকিৎসা ব্যায় কিম্বা দেশে ফেরার মতো টাকা তার পক্ষে বা তার পরিচিতজনদের পক্ষে বহন করা সম্ভব না। এমতাবস্থায় সংবাদ পান জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন এর সভাপতি নাজমুল ইসলাম বাবুল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাহাদুজ্জামান রাহাদ।
নিচে ইঞ্জিনিয়ার রাহাদুজ্জামান রাহাদ এর গত ৫ তারিখের ফেইসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো।
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন এবং জাতীয় শ্রমীকলীগ মালয়েশিয়ার সম্মানিত সভাপতি নাজমুল ইসলাম বাবুল ভাই এবং আমি আমরা দুজন মিলে সেলায়াং হাসপাতালে থাকা মুমূর্ষু রোগী আলামিনকে দেখতে যাই, এবং আগামী ৮ তারিখে বিমানের ফ্লাইটে করে দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে ডাক্তারের সহিত আলোচনা করি। আশা করি আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকলে আগামী ৮ তারিখে দেশে যেতে পারবে।
উল্লেখ্য গত জুন মাসের প্রথম দিকে সাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথে কোন এক লরি পিছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে তার কোমর ভেঙ্গে যায় এমনকি মারাত্মক ভাবে আহত হন, আল্লাহ অশেষ মেহেরবানীতে প্রাণে বেঁচে যান। তারপর থেকে বিভিন্ন সময় চেষ্টা করে ও দেশে পাঠানো সম্ভব হয় নি, অর্থ সংকোলান সহ বিভিন্ন কারনে। কেননা তাকে পাঠাতে মালয়েশিয়া রিংগিত প্রায় ১৫০০০ যা বাংলাদেশী টাকায় প্রায় ৩০০০০০ টাকা প্রয়োজন তাছাড়া ও ফ্লাইট জটিলতা। কারন তাকে স্ট্রেচারের মাধ্যমে পাঠাতে হবে বসার সামর্থ্য নেই।
বিষয়টি নাজমূল ভাই শোনার পর উনি দায়িত্ব নেন এবং আমাকেও জানান তারপর থেকে গত কয়েকদিন বিভিন্ন ভাবে চতুর্দিকে আলোচনা করে অনেকের সহযোগিতায় এ কাজটি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়, যেখানে সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছেন নাজমুল ভাই, সত্যি ধন্যবাদ জানাতে হয় উনাকে।
আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের নিকট, বিমানের কান্ট্রি ম্যানেজার কায়েস ভাই, আলমগীর সাহেব, এবং নরসিংদী সমিতির নেতৃবৃন্দ সহ যারা এ কাজে এগিয়ে এসেছেন। এবং এখনও যদি কেউ এগিয়ে আসতে চান যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।
পরিশেষে সবার নিকট দোয়া কামনা করছি, আল্লাহ যেন সহিসালামতে তাকে তার পরিবারের নিকট যাওয়ার সুব্যবস্থা করে দেন।
আল্লাহ সকল প্রবাসী সহ সবাইকে হেফাজত করুন।

Post a Comment